চিত্রকল্পের প্রস্তাবনা
চিত্রকল্পের প্রস্তাবনা একটি মৌলিক কবিতা ব্লগ,যার ওয়েব ঠিকানা https://chitrokolperprostabona.blogspot.com/।
কবিতার প্রতি একাগ্র ভালবাসা থেকেই সুদীর্ঘ সময়ে জমে ওঠা বিচ্ছিন্ন মেঘপুঞ্জের মত কবিতাগুলোকে এক আকাশতলে নিয়ে আসার জন্য এই ব্লগের সূত্রপাত।
প্রাত্যহিক জীবনে কথোপোকথোনের সময় নির্দিষ্ট কোন বিষয়বস্তুর উপর আমাদের নিজস্ব অভিমত ব্যক্ত করার সময় নিজেদের কল্পনায় পুরো বিষয়টার উপর সরেজমিনে আমরা একটা খসড়া ছবি আঁকার চেষ্টা করি। তারপর সেই ছবি দেখে দেখে আমরা একে অপরের কাছে নিজেদের মনের ভাব প্রকাশ করি। আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের মনে একেকটি ছবি হয়ে থেকে যায়। এই ছবিগুলো আমরা উপমা হিসেবে ব্যবহার করি নিজেদের অভিব্যক্তিগুলোকে স্পষ্টভাবে বোঝানোর জন্য। শুধু তাই নয়, বিগত দিনের এই স্মৃতি হয়ে থাকা ছবিগুলো আমাদের সাহায্য করে জীবন চলার পথে নতুন কোন অভিজ্ঞতার একটি কল্পিত রূপ তৈরী করতে। যার উপর নির্ভর করে আমরা সেই অভিজ্ঞতার জন্য পূর্বপ্রস্তুতি নিতে পারি।
সবাক জগতের অন্তরালে নির্বাক এই ছবিগুলোকে প্রাণ দিতেই এই ব্লগটির চিত্রকল্পের প্রস্তাবনা নামকরণ। আর নিঃসন্দেহে কবিতা একটি আদিম ও অকৃত্রিম যোগাযোগ মাধ্যম। তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে কবিতার আঙ্গিকে চিত্রকল্পের প্রস্তাবনা।
ব্লগ লেখক
আমি আরণ্যক রাহাত। শৈবালের গায়ে জমে থাকা বিন্দু বিন্দু জলের মত জীবনটাকে গুছিয়ে নেয়ার নিমিত্তে নিয়ত ছুটে চলতে চলতে দিন শেষে যখন নিজের জন্য কিছুটা সময় বেছে নেই তখন প্রিয় প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানো, প্রিয় মানুষগুলোর হাসিমুখ আর কবিতা কড়চার মাঝে খুঁজে পাই নিজের ভালবাসার জায়গাটা। সেই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের অঙ্কুরে প্রিয় কিছু অনুভূতি আর কিছু আনাড়ী শব্দগুচ্ছের বুননে সৃষ্ট আমার কবিতাগুলোকে নিয়ে এই অথৈ আন্তঃজাল সমুদ্রে ছোট্ট এক খন্ড দ্বীপের নামান্তর চিত্রকল্পের প্রস্তাবনা।যোগাযোগের ঠিকানাঃ ইমেইল / ফেসবুক
