গোপনীয়তা নীতিমালা

সুপ্রিয় পাঠক, চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগের গোপনীয়তা নীতিমালা অংশে আপনাকে স্বাগতম। https://chitrokolperprostabona.blogspot.com/  চিত্রকল্পে...

সুপ্রিয় পাঠক, চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগের গোপনীয়তা নীতিমালা অংশে আপনাকে স্বাগতম।

https://chitrokolperprostabona.blogspot.com/ চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগের ওয়েব ঠিকানা। আপনি যখন এই ব্লগসাইটটি ব্যবহার করেন তখন আপনি আপনার বিভিন্ন তথ্য দিয়ে থাকেন। চিত্রকল্পের প্রস্তাবনা আপনার ব্যক্তিগত তথ্যগুলো সর্বাধিক গুরুত্বের সাথে সংরক্ষণের নিশ্চয়তা দিচ্ছে। অতঃপর এই ব্লগে পরিদর্শনকালীন আপনার কি কি তথ্যসমুহ কেন সংগ্রহ করা হয় তা আপনাকে বুঝতে সর্বপরি সহায়তা করাই এই গোপনীয়তা নীতিমালার উদ্দেশ্য। অনুগ্রহপূর্বক এই গোপনীয়তা নীতিমালা পড়ার মাধ্যমে চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগটিকে সঠিকভাবে ব্যবহারের দরূণ আপনার দীর্ঘ উপস্থিতি কামনা করছি।



সংগৃহীত তথ্যসমূহ এবং সংগ্রহের কারণ

চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগ পরিদর্শনকালে কোন পোস্টে মন্তব্যের সময় আপনার ইমেইল অথবা সামাজিক মাধ্যমের আইডি তথা- আপনার নাম, ইমেইল ঠিকানা, প্রোফাইল ছবি সংগ্রহ করা হয়। মুলতঃ একজন সম্মানিত পাঠক হিসেবে আপনার পরিচয় সনাক্ত করতে, আপনার সাথে যোগাযোগ রাখতে এবং ভবিষ্যতে আপনাকে সঠিকভাবে এই ব্লগের পরিসেবা প্রদানের জন্য তথ্যগুলো নেয়া হয়ে থাকে।

এছাড়া আপনার পরিদর্শনের সময় ও তারিখ, আইপি ঠিকানা, আপনার ব্যবহৃত ইন্টারনেট ব্রাউজারের নাম, অপারেটিং সিস্টেম এবং আপনি যে ওয়েব পেজ থেকে পরিদর্শন করতে এসেছেন ইত্যাদি তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত হয়। সর্বসাকুল্যে আপনার চাহিদা অনুযায়ী ব্লগসাইটের কন্টেন্ট উন্নত করার নিমিত্তে এই তথ্যগুলো সহায়তা করে।

নিউজলেটারের ক্ষেত্রে আপনার নাম ও ইমেইল গ্রহণপূর্বক আপনার ইমেইলে একটি নির্দিষ্ট সময়সূচি বজায় রেখে নতুন ব্লগপোস্টগুলো পাঠানো হবে। আপনি প্রয়োজনে আনসাবস্ক্রাইব করে এই নিয়মতি ইমেইল প্রাপ্তি বন্ধ করতে পারেন। চিত্রকল্পের প্রস্তাবনা স্প্যামিং এর বিরুদ্ধে এবং দৃঢ়ভাবে স্প্যামিং-এ নিরুৎসাহিত করে।

চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগসাইট পাঠকদের ব্যক্তিগত তথ্যাবলী তৃতীয় পক্ষের কারো কাছে বিক্রি বা শেয়ার করে না বরঞ্চ সংগৃহীত তথ্যাবলী সংরক্ষণার্থে প্রতিজ্ঞাবদ্ধ।



তৃতীয় পক্ষের পরিসেবা ও কুকীজ

চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগসাইট গুগল সার্চ ইঞ্জিনে নিজস্ব পোস্টসমূহ তালিকাভুক্ত করার জন্য এবং প্রকাশিত লেখাসমূহ মূল্যায়ন তথা- কোনো পোস্টে কত পাঠক হচ্ছে, কোন দেশ থেকে পাঠক পরিদর্শন করছেন, ইত্যাদির জন্য গুগল সার্চ কন্সোল ব্যবহার করে থাকে। এভাবে সাইটের কর্মক্ষমতা যাচাই করা হয়ে থাকে কুকীজের মাধ্যমে যা মূলত একটি ডেটা ফাইল। আপনি যখন এই ব্লগসাইটটি পরিদর্শন করতে আসবেন তখন আপনার ব্রাউজার (ক্রাম, ফায়ারফক্স, ইত্যাদি) কর্তৃক ডাটা ফাইলসমূহ আপনার কম্পিউটারে জমা হবে। চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগসাইট খুব শিঘ্রীই গুগল অ্যানালাইটিক্সের পরিসেবা ব্যবহার শুরু করবে।


অন্য ওয়েবসাইটের লিঙ্ক

চিত্রকল্পের প্রস্তাবনা কর্তৃক অনুসৃত অন্য ব্লগসমূহের গোপনীয়তা নীতির ব্যাপারে চিত্রকল্পের প্রস্তাবনা কোন দায়িত্ব বহন করে না। এই সাইটের মাধ্যমে আপনি অন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করলে এই ব্লগের গোপনীয়তা নীতিমালা প্রযোজ্য নয়। প্রত্যেকটি ওয়েবসাইট-ই স্ব স্ব গোপনীয়তা নীতিমালায় পরিচালিত হয়। তাই সেই ওয়েবসাইটে আপনি আপনার কোন তথ্য প্রদান করলে তার দায়িত্ব এই ব্লগসাইটের উপর বর্তাবে না।


গোপনীয়তা নীতি পরিবর্তন

চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগসাইটের গোপনীয়তা নীতি যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। যখন নতুন নীতিমালা যোগ করা হবে তখন ওয়েবসাইটে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে গোপনীয়তা নীতি পরিবর্তনের নোটিশ না দেওয়া হয় তবে ওয়েবসাইটের নীচে দেওয়া 'গোপনীয়তা নীতিমালা' অংশে নতুন সংস্করণ পাওয়া যাবে।


ছবির স্বত্ব দাবি পরিত্যাগ

চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগসাইটে প্রকাশিত লেখাগুলোর সাথে সংযুক্ত ছবিগুলো বিভিন্ন রয়্যালটি মুক্ত ছবির ওয়েবসাইট থেকে সংগৃহীত। ছবিগুলোর স্বত্ব চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগসাইটের নয়।


প্রতিটি লেখার সর্বস্বত্ব সংরক্ষিত

চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগে প্রকাশিত প্রতিটি লেখার স্বত্ব চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগ সাইটের। চিত্রকল্পের প্রস্তাবনা ব্লগসাইটের পূর্ণ স্বাধীনতা রয়েছে এই ব্লগে প্রকাশিত যেকোনো পোস্ট ও মন্তব্য সমূহ সংরক্ষণ করার ও প্রয়জনে তা ব্লক, ডিলিট‌ করার। আশা রাখছি আপনি এই গোপনীয়তা নীতির অপব্যবহার বা অবমাননা করবেন না।


যোগাযোগ

এই গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহপূর্বক তা যোগাযোগ অংশে জানান।


-১০ই মে, ২০১৯