- এই ব্লগের কোনো পোস্টে কোনো প্রকার কটুক্তি, উষ্কানীমুলক ও বাজে মন্তব্য করা যাবে না।
- এই ব্লগে প্রকাশিত কোন লেখার আংশিক বা সম্পূর্ণ অংশ কপি করা যাবে না। এখানে প্রতিটি লেখার স্বত্ব লেখকের। লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের প্রকাশিত কোন লেখা নিজের প্রয়োজনে মুদ্রণ এবং অন্য অনলাইন সাইটে প্রকাশ করা যাবে না।
- বিপণনের উদ্দেশ্যে এই ব্লগে প্রকাশিত কোন লেখার আংশিক বা সম্পূর্ণ অংশ ব্যবহার করা যাবে না।
- পোস্ট অনুযায়ী প্রাসঙ্গিক মন্তব্য করতে হবে। শালীনতা ও মার্জিত ভাব বজায় রেখে যে কোনো লেখার গঠনমুলক সমালোচনা করা যাবে।
- মন্তব্য অংশে কোন প্রকার বিপণনমুলক লেখা, ছবি বা ভিডিও দেয়া যাবে না।
- মন্তব্যে কোন প্রকার রাজনৈতিক বিষয়ের অবতারণা করা যাবে না।
- ব্লগসাইটে কোন অংশে আপনাদের যদি কিছু অপব্যবহার বা ভুল নজরে পড়ে তবে যোগাযোগ অংশে জানাবেন কিন্তু কোন প্রকার অশালীন মন্তব্য করা যাবেনা। এ্যাডমিন সেই কর্মের পুরোপুরি বিচার করবে।
- এই ব্লগসাইট কর্তৃক অনুসৃত অন্য ওয়েবসাইটসমুহের শর্তাবলীর ব্যাপারে এই ব্লগসাইট কোন দায়িত্ব বহন করে না। এই সাইটের মাধ্যমে আপনি অন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করলে এই ব্লগের শর্তাবলী প্রযোজ্য নয়। প্রত্যেকটি ওয়েবসাইটের পৃথক পৃথক শর্তাদি আছে। তাই সেই ওয়েবসাইটে আপনি আপনার কোন তথ্য প্রদান করলে তার দায়িত্ব এই ব্লগসাইটের উপর বর্তাবে না।
- ১৫ মে, ২০১৯
