কোন এক প্রাপ্তির অবকাশে

আজ দ্বীপ্ত মনের তৃপ্ত সাধে হারিয়ে যাবার পালা, দিগন্ত জুড়ে দৃষ্টি মুকুরে কুসুম রোদের মালা। পাখীদের লেখনে দূরদেশ ভ্রমণে আনমনে আঁকা ছবি, ম...

কোন এক প্রাপ্তির অবকাশে

আজ দ্বীপ্ত মনের তৃপ্ত সাধে হারিয়ে যাবার পালা,
দিগন্ত জুড়ে দৃষ্টি মুকুরে কুসুম রোদের মালা।
পাখীদের লেখনে দূরদেশ ভ্রমণে আনমনে আঁকা ছবি,
মেঘেদের মননে নিসর্গ গড়নে স্বপ্নীল বনে সবি।

নিরাশার ফীকে ফ্রেমে সহজ প্রাণের হাসি,
দিনরাত্রি বাঁজিয়ে যায় দিব্য সুখের বাঁশী।
আজ ভুলে যাবার সানকি ভরে ফিরে তাকাবার তাড়া,
স্মৃতির ময়ুর সুদিন যাপনে উল্লাসে পাগলপারা।

তাই কল্পলোকের চকমকিতে দিনবদলের সাঁজ,
চাওয়ার প্রতীক্ষা মাড়িয়ে রোজ প্রাপ্তির কারুকাজ।

0 মন্তব্য: