
ক্লান্ত নয়নে রাত জেগে,
গুচ্ছ ভাবনার কালো মেঘে;
ঘুম আসে না আর কিছুতেই।
টিক টিক আওয়াজে,
স্থানান্তরের ঘন্টা বাজে;
অন্ধ রাত ভোর হয় নিরবেই।
মন বুঝি কথা বলে,
স্মৃতির আলো জ্বেলে;
সুখ যাযাবর সাজে,
নীলান্তে ঢাক বাজে;
হৃদয় দোরে দুঃখ ভীড়ে অচিরেই।
ঠিক-বেঠিকের উষ্ণতাতে,
বরফ গলে দিনে-রাতে;
বোঝাবুঝির দুই মেরুতে।
ভুল সময়ে ভুলের সাড়ায়,
নির্ঘুম দিন বছরে গড়ায়;
নীল কাঁচের দেয়াল পেরুতে।
একবার যদি আসতো ফিরে;
টুকরো স্মৃতি হৃদয় নীড়ে,
পান্থ হাওয়ায় চেনা ধূলো;
শুধরে দিতো ভ্রান্তিগুলো,
স্বপ্নীল এক ভোরের শুরুতে।
গুচ্ছ ভাবনার কালো মেঘে;
ঘুম আসে না আর কিছুতেই।
টিক টিক আওয়াজে,
স্থানান্তরের ঘন্টা বাজে;
অন্ধ রাত ভোর হয় নিরবেই।
মন বুঝি কথা বলে,
স্মৃতির আলো জ্বেলে;
সুখ যাযাবর সাজে,
নীলান্তে ঢাক বাজে;
হৃদয় দোরে দুঃখ ভীড়ে অচিরেই।
ঠিক-বেঠিকের উষ্ণতাতে,
বরফ গলে দিনে-রাতে;
বোঝাবুঝির দুই মেরুতে।
ভুল সময়ে ভুলের সাড়ায়,
নির্ঘুম দিন বছরে গড়ায়;
নীল কাঁচের দেয়াল পেরুতে।
একবার যদি আসতো ফিরে;
টুকরো স্মৃতি হৃদয় নীড়ে,
পান্থ হাওয়ায় চেনা ধূলো;
শুধরে দিতো ভ্রান্তিগুলো,
স্বপ্নীল এক ভোরের শুরুতে।
রচনাকালঃ ২০০৪

0 মন্তব্য: