
জানলা পাড়ের বিকেল ঘুড়ি দিন গুটানোর তালে,
গাল ফুলিয়ে দিচ্ছে হাওয়া দস্যি মেঘের পালে।
পাখীর ঠোটে আনমনা রোদ মিছে শায়েরী খুঁজে,
হটাৎ করেই ঘুমিয়ে গেলো আলগোছে চোখ বুজে।
রাত পড়িয়ে গাছের ডালে হাটি হাটি পায়ে,
লণ্ঠন-শিশু পড়লো ঢোলে ঋষি পাতার গায়ে।
ধ্যান ভাংতেই সাড়া হলো ঝিঝি পোকার ডাক,
ভালো লাগার আটখানাতে বাজলো নিশির ঢাক।
ঘুম কাতুরে জোনাক তখন জ্বলতে রাখে বাকি,
মেঘ সাগরে ডুব সাঁতারে চাঁদ কাঙালের ফাঁকি।
দীপ নেভা ঘোর পথের বাকে রূপনগরের ফেরী,
আরো একটা ভোর জমতে আরো কিছুবার দেরী।
গাল ফুলিয়ে দিচ্ছে হাওয়া দস্যি মেঘের পালে।
পাখীর ঠোটে আনমনা রোদ মিছে শায়েরী খুঁজে,
হটাৎ করেই ঘুমিয়ে গেলো আলগোছে চোখ বুজে।
রাত পড়িয়ে গাছের ডালে হাটি হাটি পায়ে,
লণ্ঠন-শিশু পড়লো ঢোলে ঋষি পাতার গায়ে।
ধ্যান ভাংতেই সাড়া হলো ঝিঝি পোকার ডাক,
ভালো লাগার আটখানাতে বাজলো নিশির ঢাক।
ঘুম কাতুরে জোনাক তখন জ্বলতে রাখে বাকি,
মেঘ সাগরে ডুব সাঁতারে চাঁদ কাঙালের ফাঁকি।
দীপ নেভা ঘোর পথের বাকে রূপনগরের ফেরী,
আরো একটা ভোর জমতে আরো কিছুবার দেরী।

0 মন্তব্য: