অপেক্ষার সোপানে দাড়িয়ে দিনান্তের সুরে অপেক্ষমান,
নীলের মাঝে ধূসর আল্পনা কষ্টের মাঝে জীবনের গান।
সীমান্তের দিকে করুণ চাহনী উচ্ছ্বসিত আদলের মুগ্ধতা,
প্রতীক্ষার পর মুক্ত নিবিড়ে কথোপোকথোনের জড়তা।
বসন্তের সাড়া নেই আর ভেঙে পড়ে আছে দক্ষিণের দুয়ার,
ঘরবাধা সৈকতে ফিরে ফিরে আসে সীমাবদ্ধতার জোয়ার।
অঘ্রাণের সমীরের আগমণে বিগত সেই কার্তিকের প্রহর,
তবু প্রথম ফাগুনের সুপ্ততা পৌষের মনে এখনো অমর।
স্বনীতিতে এখনো পরে শীতের অশীতিপর বৃক্ষের অলস কিশলয়,
মাঝে মাঝে বিজনে প্রাণ দিয়ে যায় চঞ্চল বাতাসের অদৃশ্য হৃদয়।
এখন জ্বলে জ্বলে অম্লান রোদেলা চায় না মেঘে ঢাকা পড়তে,
আপনার শেষ দ্বীপ্তিটুকুও আগ্রহভরে চায় ছড়িয়ে যেতে।
সেই সাথে মহাকালের নীতিতে সময় ভুলে ছিটেফোটা পিছুটান,
চির আবেগের নদীতে বাধ দিয়ে ধ্বংসের অবগাহনে আত্মদান।
অপেক্ষা শিরোনামের ডায়েরীটা অবহেলায় খুলে পড়ে থাকে,
জীবন পাতাগুলো একের পর এক উল্টে যায় সময়ের বাঁকে।
-রচনাকালঃ নভেম্বর, ২০০৫


0 মন্তব্য: