স্মৃতিতে দৃষ্টিভ্রম

কাক ডাকা ভোরে পাতার মর্মরে ফেলে আসা পথ চলা, শুকনো ফুলের শূন্যতার সাথে মিলিয়ে কথা বলা।  ঘর ছাড়া ঐ সিড়ি ভাঙা দিনের খামখেয়ালী ...

স্মৃতিতে দৃষ্টিভ্রম










কাক ডাকা ভোরে পাতার মর্মরে
ফেলে আসা পথ চলা,
শুকনো ফুলের শূন্যতার সাথে
মিলিয়ে কথা বলা। 



ঘর ছাড়া ঐ সিড়ি ভাঙা দিনের
খামখেয়ালী যত,
ফিরে ফিরে এসে ঢেকে দিয়ে যায়
অন্তঃপুরের ক্ষত।

পড়ন্ত বিকেলের বন্ধ বইয়ের
শেষ গল্পের আপোসে,
শ্রান্ত স্মৃতিরা আড্ডায় বসে
দিবাস্বপ্নের পরশে।

সাঁঝের পাখীরা ফেরী করে ফিরে
দিনান্তের বাস্তবতা,
পুরোনো গানের প্রিয় সুর ছড়ায়
গোধূলির কথোকতা।

অর্বাচীন রাতে ব্যস্ততার ফাঁকিতে
অভিরূপ আন্তাকশারী,
তন্দ্রাতুর হাওয়া উঠোন জুড়ে খুঁজে
জোনাকীদের বাড়াবাড়ি।

চাঁদ পোড়ানো জানলায় ঊঁকি মেরে যায়
আনমনে কারো ছায়া,
তারি খোঁজে স্মরণের ঘাট ছেড়ে যায়
শেষ পারাপারের খেয়া।

-রচনাকালঃ এপ্রিল, ২০০৬

0 মন্তব্য: