জীবনের ক্যানভাস

অদ্ভূত আধারে আত্মপ্রকাশের একটুখানি উন্মাদনা, মরীচিকার সতত উপহাসে ধৈর্য্যের ব্যর্থ বন্দনা। বিহঙ্গদের মোহনায় এক গাঙচিলের স্তব্ধতা,...

জীবনের ক্যানভাস










অদ্ভূত আধারে আত্মপ্রকাশের একটুখানি উন্মাদনা,
মরীচিকার সতত উপহাসে ধৈর্য্যের ব্যর্থ বন্দনা।
বিহঙ্গদের মোহনায় এক গাঙচিলের স্তব্ধতা,
অবলীলায় ছুটে চলা নদীর নিশ্চুপ নিবিড়তা।
সেই নিবিড়ে ঘরবোনে লোনা জলের ভালবাসা,
অতঃপর বৃষ্টিতে খুঁজে পায় মেঘ স্বপ্নের ভাষা।
রংধনুর সিড়িতে আকাশ ছোঁয় মনের সীমানা,
জানলার কাঁচে দৃষ্টি পথে কাঁচপোকাদের ব্যঞ্জনা।
দিগন্ত-প্রিয় তিথিদের পানে হাসিমুখে বিদায়ী সম্ভাষণ,
গোধুলি ডেকে যাওয়া শালুকের ঝিলে ফের নিমন্ত্রণ।
বালুকাবেলায় চাঁদের মসলিনে মিহি জোছনার কারসাজি,
যেখানে সুতোর পরতে জীবন ধরে জীবনের জন্য বাজি।
গভীর রাতের ঘুম পাড়ানী গানে বাড়ে শহরতলীর ক্লান্তি,
সুখ-দুখ কেনাবেচার হাটে ছড়িয়ে দেয় এক পসলা শান্তি।
নিঝুম দীঘির পাড় ঘেষে হারিয়ে যায় নৌকার ছায়া,
ঘুমন্ত শান্ত্রী শান্ত জলের বুকে খুঁজে পায় তিমির মায়া।
তারা খচিত করোমর্দনে সাগর-সিক্ত করে প্রণয়ের হাত,
বাতিঘর খুঁজে চলা নাবিকের চোখে জেগে থাকে রাত।



-রচনাকালঃ নভেম্বর, ২০০৫

0 মন্তব্য: