দুঃস্বপ্নের বন্দিনী

অমঙ্গলের রৌদ্রস্নাত বিবর্ণ সামীয়ানার নীচে নিরন্তর দুঃস্বপ্নের ফাঁদ, অমাবস্যায় ডুবে যাওয়া জীবন কুঠুরীর ফাঁকে রিক্ত সময়ের তীক্...

দুঃস্বপ্নের বন্দিনী










অমঙ্গলের রৌদ্রস্নাত বিবর্ণ সামীয়ানার নীচে
নিরন্তর দুঃস্বপ্নের ফাঁদ,
অমাবস্যায় ডুবে যাওয়া জীবন কুঠুরীর ফাঁকে
রিক্ত সময়ের তীক্ত স্বাদ।
ঈর্ষান্বিত মনের যত বিক্ষিপ্ত আহাজারি
জোছনা বৃষ্টি দেখে,
তবুও হারায় দু'চোখ ভরা অশ্রু লুকিয়ে
খুশীর প্রলেপ মেখে।
ধীরে ধীরে জড়ো হয় শত বেড়ে ওঠা 
অবকাশ
সুলভ ছন্দ পতনে, 
কৃষ্ণকলির পরিস্ফুটন চন্দ্রদ্বীপের সৈকতে
বিরহের স্বপ্ন পূরণে।
নীলিমা জুড়ে নিরুপমার ম্রিয়মান আলোয়
ধাঁধাঁনো অগণন ভুবন,
তবুও বন্দিনীর অকুল পাথার মনোবাসনা
কোনদিন হয়না পূরণ।


-রচনাকালঃ ১২ মে, ২০০৮

0 মন্তব্য: