হৃদয়ঙ্গম
জুন ২৭, ২০১৯
জুন ২৭, ২০১৯
নিঃস্বঙ্গতা ঢেকেছে ক্লান্তির চাদর, কষ্টের বাঁধ ভেঙেছে অশ্রু সাগর। সাক্ষী ঐ রাতের তারা আর অমাবস্যার ঘোর, বুঝেছে শুধু নিশাচরদের ঘ...
নিঃস্বঙ্গতা ঢেকেছে ক্লান্তির চাদর,
কষ্টের বাঁধ ভেঙেছে অশ্রু সাগর।
সাক্ষী ঐ রাতের তারা আর
অমাবস্যার ঘোর,
বুঝেছে শুধু নিশাচরদের
ঘুমন্ত শহর.........................।
এ জীবন তবু থাকে না থেমে,
হারিয়ে যায় সে সময়ের ফ্রেমে;
পিছুটান ছুড়ে ফেলে দিয়ে দুরে;
ছুটে চলে তরী ছন্দময় সুরে।
হৃদয়ের চাওয়ায় সর্বনাশী হয়ে,
চলে যায় সব কিছু ভেঙে দিয়ে;
অতৃপ্ত প্রহর……………….।
প্রণয়ের ভীড়ে ব্যথিত মুখ,
ফেরারী হয়ে খুঁজে ফেরে সুখ;
পথহারা হয়ে বিস্মৃতির কোলে,
আঁখি বাতায়নে কল্পনা দোলে।
ঊষার পূর্বাশায় শিশিরে ভেজায়;
ঘুমিয়ে গেলে স্বপ্ন দেখায়;
পড়ন্ত নির্ঝর………………।
-রচনাকালঃ নভেম্বর, ২০০৫
আমি আরণ্যক রাহাত। শৈবালের গায়ে জমে থাকা বিন্দু বিন্দু জলের মত জীবনটাকে গুছিয়ে নেয়ার নিমিত্তে নিয়ত ছুটে চলতে চলতে দিন শেষে যখন নিজের জন্য কিছুটা সময় বেছে নেই তখন প্রিয় প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়ানো, প্রিয় মানুষগুলোর হাসিমুখ আর কবিতা কড়চার মাঝে খুঁজে পাই নিজের ভালবাসার জায়গাটা। সেই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের অঙ্কুরে প্রিয় কিছু অনুভূতি আর কিছু আনাড়ী শব্দগুচ্ছের বুননে সৃষ্ট আমার কবিতাগুলোকে নিয়ে এই অথৈ আন্তঃজাল সমুদ্রে ছোট্ট এক খন্ড দ্বীপের নামান্তর চিত্রকল্পের প্রস্তাবনা।
0 মন্তব্য: