ফিরে দেখা

সেদিন ছিলো নীলের শ্রাবণ, অবুঝ কিছু মেঘলা বারণ। পিচঢালা ফুটপাতে প্রিয় স্মৃতির রঙচটা হাসি, কি যে মায়ায় বাঁজিয়ে ছিলো বিহানগড়ের বাঁশ...

ফিরে দেখা










সেদিন ছিলো নীলের শ্রাবণ,
অবুঝ কিছু মেঘলা বারণ।
পিচঢালা ফুটপাতে প্রিয় স্মৃতির রঙচটা হাসি,
কি যে মায়ায় বাঁজিয়ে ছিলো বিহানগড়ের বাঁশি!

আধবোজা চোখে ফেলে আসা পথে বিজন সুর খুঁজে,
কি যেন কি বলেছিলো গোধুলির কোলে মুখ গুঁজে।
কুঞ্জ ভরে শুভ্র দোপাটির পুঞ্জ হেয়ালীপনা,
সাজিয়েছিলো মুক্ত নিসর্গের সিক্ত সামিয়ানা।
শতদলবন্দি অনর্গলে বিহবল জোছনা,
বিনিদ্র রাত ভুলেছিলো জোনাকিদের গঞ্জনা।


সেদিনো শেষ তরীটির খোঁজে ঘাটঘরের হাক,
দীপ জ্বেলে পাঠিয়েছিলো ছলাৎ ছলাৎ ডাক।
শহরের শেষ দেয়ালের গায়ে ঝাপসা ছিলো নীল,
বিসর্জনে পেয়েছিলো কোথাও সুখ-দুখের মিল।


-রচনাকালঃ ২০০৪

0 মন্তব্য: