অন্তর্লীন অনুকথা

নিশিতে পাওয়া নিয়নের পথ ধরে বিলাপ করে কেন লুটিয়ে পড়ে, অন্ধ অভিসারীর মনোবেদনা। তাই নিয়েই বাড়ে ঝিঁ ঝিঁ পোকাদের নিয়ত ফিসফিস আলোচ...

অন্তর্লীন অনুকথা










নিশিতে পাওয়া নিয়নের পথ ধরে
বিলাপ করে কেন লুটিয়ে পড়ে,
অন্ধ অভিসারীর মনোবেদনা।
তাই নিয়েই বাড়ে ঝিঁ ঝিঁ পোকাদের
নিয়ত ফিসফিস আলোচনা।

হারানো পূর্ণিমার ভাঙা ঊর্মি
অজানায় যেতে যেতে এঁকে যায়
পাখির ডানায় বিকেলের সমাপ্তি।
রাতের আকাশে সাদা মেঘরঙ ছড়াতে
নেই যেন তার এতটুকু বিরতি।

একরোখা পাহাড় ঝর্ণা হারিয়ে
নদীর কণ্ঠে দুঃখ ভরিয়ে,
সব হারালো এই অবেলায়।
ওদিকে ঢেউ জাগানিয়া সাগরের চোখে
রোদেলা কাব্যে দিন ফুরায়।

চাওয়া-পাওয়ার দ্বন্দ্বের মাঝে
বিরহের প্রহরে তীব্র একাকীত্ব,
উথলে উঠে অম্লান বেদনায়।
দূর্বাঘাসের বুক জুড়ে সংশয় ভরে উঠে
শিশির প্রাপ্তির ভীষণ ভাবনায়।

আকাশ-সমুদ্রের মিশে যাওয়া রেখা
নীলিমায় খুঁজতে যেয়ে শুনতে পাওয়া,
এই চোখের তারায় ভালবাসার তুড়ি।
এতদিন ধরে বেজেছে তবু না শোনা সেই
রিনিঝিনি শব্দের মেঘকন্যার চুড়ি।

অনুরাগের এপারের দোর-গোড়ায়
ভাঙা লন্ঠন নিয়ে দাড়িয়ে,
জীবন বাজিকরেরা।
রঙের অন্তঃপুরে বিরহের বিভবে
আরো রঙ চড়াতে উন্মাদ,
রঙের যাদুকরেরা।

ফ্যাকাসে হয়ে আসা বসন্ত
এখনো বুঝে ওঠে নি
কৃষ্ণচূড়ার গভীর দুর্বলতা।
ভালবাসার জীর্ণ কুটিরে ফুপিয়ে কাঁদে
রঙ্গমঞ্চের রিক্ত স্বাধীনতা।

-রচনাকালঃ ডিসেম্বর, ২০০৫

0 মন্তব্য: