টুকরো সুখের আজলাতলে থাকবে না জল যেদিন,
ফেলে আসা সেই মিষ্টি প্রণয় এ ঘর বুঝবে সেদিন।
যদি স্মরণে থাকে,
অনিমেষ শ্রাবণ জ্বলবে;
ঝরে যাবে ধারা অঝরে,
অবুঝ সেই হেয়ালী আকাশ দৃষ্টি হারাবে মেঘের অধরে।
পড়ন্ত আধারে স্মৃতিগুলো মিলবে
অশ্রু হাওয়ার স্রোতে,
মনের ছায়া পরশ বুলাবে
অন্ধ মায়ার ক্ষতে।
এই মধুর লগ্ন,
তখন থাকবে মগ্ন;
বিস্মরণের ধ্যানে,
ভীড়বে এসে হাজারো স্রোত
নিরবতার বন্য টানে।
একাকীত্বের সুখ দেখাবে মুখ
এমনি এক দিনে,
অগণন প্রিয় দিন হবে রোজ বিলীন
ভালবাসার ঋণে।
তখন থাকবে মগ্ন;
বিস্মরণের ধ্যানে,
ভীড়বে এসে হাজারো স্রোত
নিরবতার বন্য টানে।
একাকীত্বের সুখ দেখাবে মুখ
এমনি এক দিনে,
অগণন প্রিয় দিন হবে রোজ বিলীন
ভালবাসার ঋণে।
-রচনাকালঃ ২০০৪


0 মন্তব্য: