আষাঢ়ে মায়াবন

এই জীবন ধারা, শত নয়ন কাঁড়া; ভিজে চলেছে মায়াবন। ঐ বিহঙ্গের ডানা, ভুলেছে সব মানা; ছোট্ট নাম তার হীরামন। মেঘকন্যার আকাশচারী, বাতাস ...

আষাঢ়ে মায়াবন










এই জীবন ধারা, শত নয়ন কাঁড়া;
ভিজে চলেছে মায়াবন।
ঐ বিহঙ্গের ডানা, ভুলেছে সব মানা;
ছোট্ট নাম তার হীরামন।

মেঘকন্যার আকাশচারী, বাতাস করেছে ভারী;
ভুলে গিয়ে সব পিছুটান।
সহিষ্ণু আজ কন্ঠ ছেড়ে, কাদাজলের গানটি ধরে;
করে যায় ভেজার আহবান।

মধু পূর্ণিমার কোলে, মাথা রেখে ভুলে;
স্বপ্ন দেখে নির্ঝরেরা।
মায়াবী রাত্রি, বিষাদের যাত্রি;
তন্দ্রা সেচে কল্পনারা।

কৃষ্ণচূড়ার চোখে, উষ্ণ আবীর মেখে;
হারিয়ে যায় অঝর ধারা।
সেই খোঁজের আলাপনে, রঙধনু মায়াবনে;
তাড়া করে মেঘের পাড়া।


-রচনাকালঃ ফেব্রুয়ারি, ২০০৬

0 মন্তব্য: