অপলক বালুকাবেলায়
এক সাগর তৃষ্ণায় অনুরণনে মুখর
মেঘাচলের অন্তরায় শ্রান্ত গভীর দৃষ্টি।
বিমোহিত অনীলের অনন্য নৈপূণ্যে
জীবন বিলাসের সুরেলা উচ্ছ্বাসে চির নন্দিত বৃষ্টি।
শাখীর ইন্দ্রজালে সাথী প্রিয় চঞ্চলা ধূসর নভঃ ভুবনে
সূর্যালোক বিহনে বাদলে দেয় স্বীকৃতি।
কাঠিন্যের উৎপীড়নে সহিষ্ণুতার নিষ্পেষনে
অন্ধ জগতের ঈপ্সা সেঁচে শ্যাম বন্ধন ভেঙে
মৃত্তিকা পায় নিষ্কৃতি।
ভালবাসার ভুলে ক্ষীণ শেষ পারাবার তটে
টিপ টিপ ঝিমুনী, তবুও বুক পেতে
শঙ্খ আগলে রাখে।
কুয়াশা কুলের ভ্রান্তি জড়ায় বিহঙ্গের ডানায়
আড়ালে সেদিকে তাকিয়ে ঔদাসিন্য প্লাবিত নয়নে
বৃষ্টি ভেবে অশ্রু মাখে।
ভবঘুরে ঐ মেঘকে বাঁধনে জড়াতে নয়,
ধরাবাধা কোন নিয়মে বৃষ্টি পিয়াসী নয়;
শুধু আজন্ম নিবেদন-
হৃদয়ের মৃদু সাড়াতে ষড়কাল জুড়ে হয়
যেন স্বাধীন মিলন।
স্মৃতির মিনতিতে তবে মুখোরিত রবে
মেঘ নিকেতন।
শঙ্খ আগলে রাখে।
কুয়াশা কুলের ভ্রান্তি জড়ায় বিহঙ্গের ডানায়
আড়ালে সেদিকে তাকিয়ে ঔদাসিন্য প্লাবিত নয়নে
বৃষ্টি ভেবে অশ্রু মাখে।
ভবঘুরে ঐ মেঘকে বাঁধনে জড়াতে নয়,
ধরাবাধা কোন নিয়মে বৃষ্টি পিয়াসী নয়;
শুধু আজন্ম নিবেদন-
হৃদয়ের মৃদু সাড়াতে ষড়কাল জুড়ে হয়
যেন স্বাধীন মিলন।
স্মৃতির মিনতিতে তবে মুখোরিত রবে
মেঘ নিকেতন।
-রচনাকালঃ ১১ জুন, ২০০৮


0 মন্তব্য: